ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

বাংলা ছবিতে সানি লিওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
বাংলা ছবিতে সানি লিওন সানি লিওন (ছবি: সংগৃহীত)

টেলিভিশন রিয়েলিটি শো-এর মাধ্যমে ছোটপর্দায় পা রেখেছিলেন সানি লিওন। এরপর ‘জিসম টু’ ছবি দিয়ে বলিউড অভিষেক হয়। একে একে ‘জ্যাকপট’, ‘এক পহেলি লীলা’, ‘ওয়ান নাই স্ট্যান্ড’, ‘রাগিনী এমএমএস টু’, ‘বেঈমান লাভ’, ‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবিগুলোতে অভিনয় করে প্রশংসিত হন।

শুধু অভিনয় নয়, আবেদনময়ী হওয়ার সুবাদে অাইটেম নাম্বারেও দ্যুতি ছড়ান তিনি। বড়পর্দা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই তার জনপ্রিয়তা এখন ঈর্ষণীয়।

চমকপ্রদ তথ্য হলো, এবার বাংলা ছবিতে হাজির হচ্ছেন সানি লিওন। স্বপন সাহার ‘সেরা বাঙালি’র একটি আইটেম গানে নাচবেন বলিউডের এই তারকা। গানটির নৃত্য পরিচালনা করবেন প্রভুদেবা।

শুধু সানি নয়, ছবিতে একটি প্রধান চরিত্রে দেখা যাবে রাজপাল যাদবকে। তবে ছবির মুখ্য চরিত্রে পাওয়া যাবে নবাগত এক অভিনেতাকে। তারই বাবার চরিত্রে অভিনয় করবেন রাজপাল। এ ছাড়া এতে আরও থাকছেন কৌশিক বন্দ্যোপাধ্যায় ও শুভাশিস মুখোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।