ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

শুভমিতা ও ইমরানের ইপি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
শুভমিতা ও ইমরানের ইপি ইমরান ও শুভমিতা, ছবি: সংগৃহীত

ভিন্নধারার গান করে সুপরিচিতি পেয়েছেন কলকাতার গায়িকা শুভমিতা। কালেভদ্রে গেয়েছেন বাংলাদেশের প্রজেক্টে। এবার জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের সঙ্গে একটি দ্বৈত অ্যালবামে (ইপি, এক্সটেনডেড প্লে) পাওয়া যাবে শুভমিতাকে।

ইমরান বলেছেন, ‘এর আগে আমার সংগীত পরিচালনায় তিনি গান করেছেন। এবার আমার সঙ্গে গেয়েছেন।

আশা করছি, শ্রোতারা উপভোগ করবেন গানগুলো। ’

অন্যদিকে শুভমিতা  ইমরানের সুর ও সংগীতায়োজন পছন্দ করেছেন। অ্যালবামের তিনটি গান নিয়ে তিনি আশাবাদী।

ইমরান জানান, ১০ জুলাই কলকাতায় গানগুলোর রেকর্ডিং শেষ হয়। সংগীতার ব্যানারে চলতি মাসেই প্রকাশ হবে এটি। তিনটি গানই লিখেছেন স্নেহাশীষ ঘোষ।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।