ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

অল্পের জন্য বেঁচে গেলেন অর্থহীনের সুমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
অল্পের জন্য বেঁচে গেলেন অর্থহীনের সুমন সুমন (ছবি: সংগৃহীত)

ব্যাংককে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন অর্থহীন ব্যান্ডের সুমন। গত ১৭ জুন শহরটির সকুমভিতে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তার মুখের বিভিন্ন অংশ ফেটে ও থেতলে যায়। তার চোয়াল ভেঙে যায় ও কানের অংশ বিচ্ছিন্ন হয়েছে বলেও জানা গেছে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্যামিতিভেজ সুকুমভিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে ১১ ঘণ্টার অস্ত্রোপচার হয় সুমনের শরীরে।

জানা গেছে, সুমনের অবস্থা এখন আগের চেয়ে ভালো। তবে সুস্থ হতে একমাস লাগবে। এরপর চেকআপ করে আরও কয়েকটি অস্ত্রোপচার হতে পারে তার শরীরে।

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত সুমন। ২০১২ সালে তার মেরুদণ্ডে প্রথম ক্যানসার ধরা পরে। এরপর সেটি মস্তিষ্ক, গলা, পাকস্থলী ও কিডনিতেও ছড়িয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।