ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করছেন সোনম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
বিয়ে করছেন সোনম! সোনম কাপুর ও আনন্দ আহুজা (ছবি: সংগৃহীত)

দীর্ঘদিন ধরেই দিল্লি ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে প্রেম করছেন সোনম কাপুর। চমকপ্রদ তথ্য হলো- শুধু সোনম নয়, কাপুর পরিবারের সকলের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আনন্দর। তাই বলিউডের এই অভিনেত্রীর বাবা অনিল কাপুরের ইচ্ছা মেয়ে বিয়ে করে সম্পর্ককে আরও একধাপ এগিয়ে নিয়ে যাক।

এ প্রসঙ্গে অনিলের একটি ঘনিষ্ঠসূত্র জানান, “আনন্দের সঙ্গেই প্রেম করছেন সোনম। তাই তার বাবা অনিল কাপুরের ইচ্ছা সময় নষ্ট না করে দু’জনে দ্রুত বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে যাক।

তবে, সোনমের বাবার এই সিদ্ধান্তে নাখোশ ‘খুবসুরত’খ্যাত এই অভিনেত্রীর বন্ধুরা। কেননা তারা মনে করেন বিয়ে করলে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। কিন্তু এসব নিয়ে মাথা ঘামান না সোনম। তাই খুব শিগগিরই বিয়ে করবেন তিনি। ”  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।