ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

মেয়েকে যেখানে পড়ান ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
মেয়েকে যেখানে পড়ান ঐশ্বরিয়া ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চন (ছবি: সংগৃহীত)

একটু একটু করে পড়াশোনা শুরু করেছে ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্য বচ্চন। তেমন চাপ নেই। কিন্তু দিনের একটি সময়ে নিয়ম করে পড়তে বসতে হয় তাকে। আপাতত সেই পাঠটাই মেয়েকে দিচ্ছেন বলিউডের এই অভিনেত্রী। কিন্তু নিজের ব্যস্ততার কারণে এই কাজটির জন্য সময়ই বের করতে পারছিলেন না অ্যাশ।

এদিকে, মেয়ে আরাধ্যা মা ছাড়া আর কারও কাছে পড়তে বসতে চায় না। এই দোটানায় পড়ে একটি উপায় বের করেছেন ঐশ্বরিয়া।

কোথাও যাওয়ার সময়ে মেয়েকে সঙ্গে নিয়ে নেন। মুম্বাইয়ের ট্র্যাফিক জ্যামই হয়ে উঠেছে ‘দেবদাস’খ্যাত এই তারকার সমস্যার সমাধান! গাড়িতে বসে ওই ট্র্যাফিক জ্যামেই মেয়েকে পড়াতে থাকেন তিনি।

পরে শুটিং স্পট গিয়ে ভ্যানিটি ভ্যানে আরাধ্যাকে গোসল করিয়ে, খাইয়ে, ঘুম পাড়িয়ে কাজে যান। ফেরার পথে আবার ট্র্যাফিক জ্যামের সুযোগ নিয়ে মেয়েকে পড়াতে পড়াতে বাড়ি ফেরেন।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।