ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

হলিউডে প্রিয়াঙ্কার হ্যাটট্রিক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
হলিউডে প্রিয়াঙ্কার হ্যাটট্রিক! ‘ইজ নট ইট রোমান্টিক?’ ছবির সেটে প্রিয়াঙ্কা চোপড়া (ছবি: সংগৃহীত)

আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এরপর ‘বেওয়াচ’ ছবির মাধ্যমে হলিউডে অভিষেক হয়েছে তার। এতে খলচরিত্রে দেখা গেছে তাকে। এরপর ‘অ্যা কিড লাইক জ্যাক’-এ কাজ করেছেন তিনি।

প্রিয়াঙ্কা এবার শুরু করলেন হলিউডে নিজের তিন নম্বর ছবির কাজ। এর নাম ‘ইজ নট ইট রোমান্টিক?’।

এতে যোগব্যায়ামের শুভেচ্ছাদূত ইসাবেলা চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটিতে তার সহশিল্পী হিসেবে আছেন ‘হাঙ্গার গেমস’ সিরিজের তারকা লিয়াম হেমসওয়ার্থ, অভিনেত্রী রেবেল উইলসন এবং অ্যাডাম ডেভিন।

মঙ্গলবার (১১ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সেন্ট্রাল পার্কে ছবিটির প্রথম দিনের দৃশ্যধারণ হয়। সেইসব মুহূর্তের কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছে প্রিয়াঙ্কার ভক্তরা।

রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটি পরিচালনা করছেন টম স্ট্রাউস-শুলসন। ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের পরিবেশনায় ‘ইজ নট ইট রোমান্টিক?’ মুক্তি পাবে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।