ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকার ৭ প্রেক্ষাগৃহে ‘রাজনীতি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
ঢাকার ৭ প্রেক্ষাগৃহে ‘রাজনীতি’ ‘রাজনীতি’ ছবির দৃশ্যে অপু বিশ্বাস ও শাকিব খান

ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘রাজনীতি’ ঢাকায় মাত্র একটি প্রেক্ষাগৃহ পেয়েছিলো। এ কারণে আক্ষেপ করেছিরেন শাকিব খান ও অপু বিশ্বাসের ভক্তরা। এবার তাদের জন্য এলো সুখবর। রাজধানীর সাতটি প্রেক্ষাগৃহে ‌উপভোগ করা যাবে ছবিটি।

আগামী শুক্রবার (১৪ জুলাই) থেকে ঢাকার মধুমিতা, জোনাকি, বিডিআর, চিত্রামহল, সনি, পূরবী ও পুনমে দেখা যাবে ‘রাজনীতি’। নির্মাতা বুলবুল বিশ্বাস জানান, ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর অনেকেই ছবিটি দেখার ব্যাপারে আগ্রহী হচ্ছেন।

দেশীয় কাহিনি নিয়ে তৈরি 'রাজনীতি'র উপস্থাপন‍া এরই মধ্যে নজর কেড়েছে। ছবিটি ধীরে ধীরে অধিকসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, এমনটাই মনে করেছিলেন নায়িকা অপু। ছবিটি রাজধানীতে সাতটি প্রেক্ষাগৃহ পাওয়ায় খুশি তিনি। জনপ্রিয় এই নায়িকা এখন ব্যক্তিগত কাজে কলকাতায় রয়েছেন।

এদিকে ঢাকার বাইরে তৃতীয় সপ্তাহে কয়েকটি হলে মুক্তি পাচ্ছে ‘রাজনীতি’। এগুলো হলো— চন্দ্রিমা (শ্রীপুর), নবীন (মানিকগঞ্জ), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা), পৃথিবী (জয়পুরহাট), বলাকা (ঠাকুরগাঁও), প্রতিভা (রাজৈর), বিউটি (দৌলতখাঁ), ক্লিওপেট্রা (ধুনট), নন্দিতা, সিলেট, সোনিয়া (বগুড়া), সাগরিকা (চালা), ঝংকার (পাঁচদোনা), আলীম (মঠবাড়িয়া), মোহন (হবিগঞ্জ) মিলন (মাদারীপুর), রুমা (মুক্তাগাছা), ভাইভাই (দেওয়ানগঞ্জ), আনন্দ (কুলিয়ারচর),  ছন্দা (কালীগঞ্জ), সোনালি (ঘোড়াঘাট), রাজু (ঈশ্বরদী), রংধনু (নজিপুর), আনন্দ (তানোর), রাজিয়া (নাগরপুর), পান্না (মুক্তারপুর), পদ্মা (শিবগঞ্জ)।

‘রাজনীতি’ ছবিতে শাকিব খান, অপু বিশ্বাসের পাশাপাশি অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শিবা শানু, সাবেরী আলম, সাদেক বাচ্চু প্রমুখ।

তবে দুঃখজনক হলেও সত্য যে, ‘রাজনীতি’ ছবিটি পাইরেসির শিকার হয়েছে। ৮ জুলাই ছবিটি ইউটিউবে কে বা কারা উন্মুক্ত করেছে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এসও/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।