ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

‘গ্যাংনাম স্টাইল’কে হটিয়ে শীর্ষে ‘সি ইউ এগেইন ’(ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
‘গ্যাংনাম স্টাইল’কে হটিয়ে শীর্ষে ‘সি ইউ এগেইন ’(ভিডিও) ছবি: সংগৃহীত

২০১২ সালে একটি ভিডিওর দৌলতে কোমর দুলিয়েছিলো সারা বিশ্ব। দক্ষিণ কোরিয়ার গায়ক সাই-এর গাওয়া ‘গ্যাংনাম স্টাইল’-এ বুঁদ হয়েছিলো সারা দুনিয়া। প্রায় ২৮৯ কোটি ৫০ লাখ বার দেখা হয়েছিলো সেই ভিডিওটি। ‘গ্যাংনাম স্টাইল’ই প্রথম গান যা ইউটিউব ইতিহাসে ১০০ কোটি ভিউয়ারের মাইলস্টোন পেরিয়েছিলো।

তবে চমকপ্রদ তথ্য হলো- এবার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করলো উইজ খলিফার গাওয়া ‘সি ইউ এগেইন’।

মঙ্গলবার (১১ জুলাই) সকালে ‘গ্যাংনাম স্টাইল’-এর রেকর্ড ভেঙে ২৮৯ কোটি ৭০ লাখের চৌকাঠ পেরিয়েছে আমেরিকান র‌্যাপার উইজ খলিফার গাওয়া এই গান।

মিউজিক ভিডিওটিতে আরও কণ্ঠ দিয়েছেন গায়ক চার্লি পুথ। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ছবি ‘ফিউরিয়াস ৭’ ব্যবহার করা হয়েছিলো গানটি। ২০১৩ সালে সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় অভিনেতা পল ওয়াকারের স্মরণে রেকর্ড করা হয়েছিলো ‘সি ইউ এগেইন’।

মিউজিক ভিডিওটি পরিচালনা করেছিলেন মার্ক ক্লাসফেল্ড। ২০১৫ সালের ৬ এপ্রিল ইউটিউবে আপলোড করা হয়েছিলো ভিডিওটি।

‘সি ইউ এগেইন’-এর পর ইউটিউবে ভাইরাল ভিডিওগুলোর মধ্যে রয়েছে জাস্টিন বিবারের ‘সরি’, মার্ক রনসনের ‘আপটাউন ফাঙ্ক’, লুইস ফনসোই ও ড্যাডি ইয়ানকি’স-এর ‘ডেসপাসিটো’।

** ‘সি ইউ এগেইন’ গানের ভিডিও:

** ‘গ্যাংনাম স্টাইল’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।