ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

প্রকাশ্যে এলেন পরীমনির প্রেমিক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
প্রকাশ্যে এলেন পরীমনির প্রেমিক ছবি: সংগৃহীত

একজন বিনোদন সাংবাদিকের সঙ্গে প্রেম করছেন পরীমনি! বছরখানেক ধরে এমন গুঞ্জন চলছিল শোবিজ অঙ্গনে। অবশেষে প্রকাশ্যে এলো তার সেই প্রেমিকের নাম।

বুধবার (১২ জুলাই) দিবাগত রাত নিজের জন্মদিনে দৈনিক নয়া দিগন্তের বিনোদন বিভাগের প্রধান তামিম হাসান তার ফেসবুক অ্যাকাউন্টের রিলেশনশিপ স্ট্যাটাসে পরীমনির নাম যুক্ত করেন। একই সময়ে পরীমনি সেটি গ্রহণ করেন।

এদিকে পরীমনি রিলেশনশিপ তথ্য বদলানোর পাশাপাশি একই সময়ে একটি স্ট্যাটাসও লিখেছেন ইঙ্গিতপূর্ণ। সেটি এমন, ‘আজ বৃষ্টি রাতের এক বছর...’।

ধারণা করা হচ্ছে, তামিম-পরীর প্রেমের বয়স গেলো রাতেই (১২ জুলাই দিবাগত রাত) অতিক্রম করেছে এক বছরের সীমানা। গেলো বছর কোনও এক বৃষ্টির রাতেই তাদের পরিচয় কিংবা প্রেমের সূত্রপাত বলে ধরে নিচ্ছেন অনেকে।

এদিকে এ বিষয়ে মন্তব্য কিংবা দু’জনের আগাম পরিকল্পনা জানতে চেয়েও পাওয়া যায়নি। তামিম হাসান ও পরীমনি দু’জনের মোবাইলফোন বন্ধ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।