ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

আদনান-রোয়ার মদিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
আদনান-রোয়ার মদিনা ছবি: সংগৃহীত

চলতি বছরের মে মাসে মেয়েকে স্বাগত জানিয়েছেন আদনান সামি-রোয়া ফারইয়াবি দম্পতি। নবজাতকের নাম রাখা হয়েছে মদিনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মেয়ের সঙ্গে তোলা কিছু স্থিরচিত্র শেয়ার করেছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী। এর ক্যাপশনে আদনান লিখেছেন, ‘আমার মেয়ে মদিনার ছবি আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পেরে খুব ভালো লাগছে।

আল্লাহ সবসময় তার সহায় হোক। ’

২০১০ সালে রোয়ার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন আদনান সামি। রোয়া তার তৃতীয় স্ত্রী। এর আগে ১৯৯৩ সালে জিবা বখতিয়ারকে বিয়ে করেছিলেন ৪৩ বছর বয়সী এই গায়ক। কিন্তু ১৯৯৭ সালে সংসারের ইতি টানেন তারা। পরবর্তীর্তে সাবা গালাদারি নামে একজনকে বিয়ে করলেও ২০০৯ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের।    

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।