ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

কপিল দেব হচ্ছেন রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
কপিল দেব হচ্ছেন রণবীর রণবীর সিং ও কপিল দেব (ছবি: সংগৃহীত)

কখনও তিনি পেশওয়া বাজিরাও, তো কখনও আলাউদ্দিন খিলজি। ইতিমধ্যে বেশ কয়েকটি বাস্তবিক চরিত্রকে বড়পর্দায় তুলে এনেছেন তিনি। এছাড়া ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে বাজিরাও চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। কথা হচ্ছে- বলিউড অভিনেতা রণবীর সিংকে নিয়ে। চমকপ্রদ তথ্য হলো- আরও এক বাস্তবের চরিত্রকে খুব শিগগিরই বড়পর্দায় নিয়ে আসবেন ৩২ বছর বয়সী এই অভিনেতা।

এবার আর কোনও ঐতিহাসিক চরিত্র নয়, একজন জনপ্রিয় ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে রণবীরকে। ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে একটি ছবি।

যেখানে ভারত অভিনায়ক কপিল দেবের চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটি পরিচালনা করবেন কবির খান ও প্রযোজনা করবেন অনুরাগ কাশ্যপ।

মজার ব্যাপার হলো- রণবীর নয়, কপিল দেব হিসেবে প্রথমে ভাবা হয়েছিলো অর্জুন কাপুরের কথা। কিন্তু আজানা কারণেই ছবি থেকে সরে আসেন তিনি।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।