ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ফারহানের ওপর চটেছেন প্রীতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
ফারহানের ওপর চটেছেন প্রীতি ফারহান আখতার ও প্রীতি জিনতা (ছবি: সংগৃহীত)

সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওতে প্রচারিত হয়েছে বলিউড অভিনেতা ফারহান আখতার প্রযোজিত ওয়েব সিরিজ ‘ইনসাইড এজ’-এর প্রথম পর্ব। তবে চমকপ্রদ তথ্য হলো- এ সিরিজের জারিনা মালিক চরিত্রটির সঙ্গে অনেকেই তুলনা করছেন অভিনেত্রী প্রীতি জিনতার। আর তাতেই ফারহানের ওপর বেজায় চটেছেন ‘কাল হো না হো’খ্যাত এই তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয় নিয়ে প্রীতিকে প্রশ্ন করা হয়। আর সেখানেই ফারহানের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তার মতে, এতে তাকে টার্গেট করা হয়েছে কারণ তিনি একজন নারী এবং অভিনেত্রী।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “কঠোর পরিশ্রম ও সফলতার পরও এসব আমাকে দুঃখ দেয়, কারণ আমাকে প্রায়ই এরকম ঘটনার মুখোমুখি হতে হয়। মানুষ অনুষ্ঠান তৈরি করে এবং বলেন, ‘ওহ! এটা ক্রিকেট নিয়ে তৈরি। ’ তারা নারীদের নেতিবাচকভাবে দেখায়। কারণ অন্যকিছু দেখানোর সাহস তাদের নেই। ”

শুধু প্রীতি নন নীতা আম্বানিও আইপিএল–এ দল কিনেছেন। কিন্তু প্রীতির মতে, ব্যবসায়ী নারী এবং পুরুষদেরকে কেউ খারাপভাবে দেখায় না। প্রীতি বলেন, “আমি কৃতজ্ঞ যে ফারহান বলেছেন, ‘ওহ! এটি কাল্পনিক। ’ কিন্তু কাল্পনিক হলেও এটি এতো এক কেন্দ্রীক কেন?’’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে ‘ইনসাইড এজ’ ওয়েব সিরিজটি। ‘মুম্বাই মাভেরিকস’ নামের একটি দলকে ঘিরে তৈরি হয়েছে এর গল্প। যার মালিক জারিনা মালিক। এতে জারিনা মালিকের চরিত্রে অভিনয় করেছেন রিচা। তিনি একজন বলিউড অভিনেত্রী। টি-টুয়েন্টি লিগ পুরোদমে চলছে এবং দলটি জিতে চলেছে। কিন্তু এ দলের একজন মালিক দেউলিয়া হয়ে যাওয়ায় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

‘ইনসাইড এজ’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন, তানুজ বিরওয়ানি, বিবেক ওবেরয়, রিচা চাড্ডা, সায়ানি গুপ্তা, সঞ্জয় সুরি প্রমুখ। এটি অ্যামাজন প্রাইম ভিডিওর প্রথম ভারতীয় অরিজিনাল সিরিজ।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।