ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

ভালোবাসার কোনো মানে নেই (ভিডিও) 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
ভালোবাসার কোনো মানে নেই (ভিডিও)  জয় শাহরিয়ার

‘এ মাঝরাত্তিরে, গিটারের তারে/হঠাৎ ভিড় করে শূন্যতা/কোনো ঘুম ঘুমঘোরে/ মনের অগোচরে, স্বপ্নের ভিড়ে মৌনতা/অবশেষে মেনে নিলাম/জীবনে অমোঘ সত্যি এই/ভালোবাসার কোনো মানে নেই’— এমন কথার গান কণ্ঠে তুলেছেন ‘সত্যি বলছি’খ্যাত সংগীতশিল্পী জয় শাহরিয়ার। সম্প্রতি প্রকাশ হলো এর মিউজিক ভিডিও।

আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে উন্মু্ক্ত হওয়া গানটির কথা লিখেছেন, সুর করেছেন, সংগীত পরিচালনা করেছেন জয় নিজেই। ভিডিওটি তৈরি করেছেন বর্ণ চক্রবর্তী।

ইউটিউবের পাশাপাশি জিপি মিউজিক অ্যাপ-এ গানটি শোনা যাচ্ছে।

জয় বাংলানিউজকে বলেছেন, ‘নিজের লেখা-সুরে গাইতে পছন্দ করি। ক্যারিয়ারের শুরু থেকেই শ্রোতারা আমাকে সেভাবেই দেখছেন। এই গানটি তারই ধারাবাহিকতা। অাশা করি, গানটি উপভোগ্য হবে। ’

* ‘ভালোবাসার কোনো মানে নেই’ গানের ভিডিও:

বাংলাদেশ সময়: ১৪4৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এসও  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।