ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

যমজ সন্তান কোলে নিয়ে বিয়ন্সে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
যমজ সন্তান কোলে নিয়ে বিয়ন্সে যমজ সন্তানদের সঙ্গে বিয়ন্সে (ছবি: সংগৃহীত)

চলতি বছরের জুনে যমজ সন্তানের মা হয়েছেন জনপ্রিয় মার্কিন গায়িকা বিয়ন্সে। যাদের একজন মেয়ে ও আরেকজন ছেলে। নবজাতদের নাম রাখা হয়েছে স্যার ক্যারেট ও রুমি। জন্মের পর সন্তানদের কোনো ছবি শেয়ার করেননি বিয়ন্সে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যমজ সন্তানদের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেছেন বিয়ন্সে। যেখানে দেখা যাচ্ছে, ফুল দিয়ে সাজানো একটি চেয়ারে দুই সন্তানকে নিয়ে বসে আছেন ৩৫ বছর বয়সী এই গায়িকা।

এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্যার ক্যারেট ও রুমির আজ ১ মাস পূর্ণ হলো। ’

২০০৮ সালে মার্কিন র‌্যাপার জে জি’র সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন বিয়ন্সে। ব্লু আইভি নামে তাদের পাঁচ বছর বয়সী এক মেয়ে রয়েছে।    

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।