ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

এলেন শর্মিলা ঠাকুর ও জিৎ গাঙ্গুলি 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এলেন শর্মিলা ঠাকুর ও জিৎ গাঙ্গুলি  শর্মিলা ঠাকুর ও জিৎ গাঙ্গুলি, ছবি: সংগৃহীত

‘শর্মিলা ঠাকুর-জিৎ গাঙ্গুলি লাইভ ইন ঢাকা’ কনসার্টে যোগ দিতে ঢাকায় এসেছেন ওপারের বলিউড তারকা শর্মিলা ঠাকুর ও সংগীতশিল্পী জিৎ গাঙ্গুলি। ১৪ জুলাই পৃথক বিমানে জিৎ সকাল সাড়ে ৯টা আর শর্মিলা বিকেল ৪টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন।

এই দুই তারকাকে নিয়ে কনসার্ট আয়োজন করেছে চ্যানেল লাইভ এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির সিইও অনন্যা রুমা জানান, ১৫ জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে কনসার্ট।

এতে শর্মিলা ঠাকুর বিভিন্ন পরিবেশনায় অংশ নেবেন, বলবেন জীবনের গল্প, দর্শকদের সঙ্গে আলাপচারিতায়ও অংশ নেবেন।  

আর কনসার্টে গাইবেন জিৎ গাঙ্গুলি ও দোয়েল গোস্বামী। এ ছাড়া বাংলাদেশ থেকেও কয়েকজন শিল্পী পরিবেশনায় অংশ নেবেন। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে রাত ১১টা পর্যন্ত।

কনসার্টের আগে শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় হোটেল লা মেরিডিয়ানে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন শর্মিলা ঠাকুর ও জিৎ গাঙ্গুলি।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।