ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

শুধু ক্যাটরিনার জন্মদিনটি মনে থাকে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
শুধু ক্যাটরিনার জন্মদিনটি মনে থাকে সালমান খান ও ক্যাটরিনা কাইফ (ছবি: সংগৃহীত)

এটি তার খারাপ অভ্যাস, বিশেষ দিনের কথা মনে থাকে না। তবে প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেন না সালমান খান। এবারও ব্যতিক্রম হয়নি।

১৬ জুলাই ৩৪তম জন্মদিনের কেক কাটবেন বলিউডের এই অভিনেত্রী। কিন্তু আগেভাগেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অবাক করে দিয়েছেন ‘এক থা টাইগার’খ্যাত তারকা সালমান।

নিউইয়র্কে বসেছে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (আইফা) আসর। এরই মধ্যে বলিউড তারকারা অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে সেখানে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) অনুষ্ঠানে সাংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন সালমান খান, ক্যাটরিনা কাইফ, শহিদ কাপুর, আলিয়া ভাট, অনুপম খের, কৃতি স্যানন, সুশান্ত সিং রাজপুত, বরুণ ধাওয়ানসহ অনেকে। এ সময় মঞ্চে আসেন অনুপম খেরের সঙ্গে আইফা অ্যাওয়ার্ডের তারিখ নিয়ে আলোচনা করেন সালমান। তখন মজা করে এই অভিনেতা বলেন, ‘আমি তারিখ মনে রাখার ব্যাপারে খুবই দুর্বল। শুধু ক্যাটরিনার জন্মদিনটি আমার মনে থাকে। ’

একটু থেমে সালমান আরও জানান, ক্যাটরিনার জন্মদিন ১৬ জুলাই। এরপর ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত এই তারকা গাইতে শুরু করেন, ‘হ্যাপি বার্থ ডে টু ইউ, হ্যাপি বার্থ ডে ডিয়ার ক্যাটরিনা। ’ এরপর পাশে থাকা ক্যাটরিনাকে আলিঙ্গন করেন সালমান। শুধু আলিঙ্গন নয়, ক্যাটকে চুমুও খান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।