ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

অপুষ্টিতে ভুগছেন দীপিকা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
অপুষ্টিতে ভুগছেন দীপিকা! দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

বিতর্ক যেনো পিছু ছাড়ছে না। এইতো ক’দিন আগে ছোট পোশাক পরে সমালোচিত হয়েছেন। এবার আরও একটি ম্যাগাজিনের ফটোশুটের স্থিরচিত্র শেয়ার করে বিপাকে পড়তে হলো দীপিকা পাড়ুকোনকে।

ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়েছেন ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকা। যেখানে দেখা যাচ্ছে, কালো রঙা পোশাক ও হীরার গহনা পরেছেন তিনি।

কিন্তু বেশ রোগা দেখা যাচ্ছে বলিউডের এই অভিনেত্রীকে। সম্প্রতি সেই ফটোশুটের কয়েকটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করার পর দীপিকাকে নিয়ে শুরু হয়েছে নানা রকমের মন্তব্য।

স্থিরচিত্রগুলো দেখার পর অনেকেই মনে করছেন অপুষ্টিতে ভুগছেন দীপিকা! ভক্তদের অনেকে এমনটাও বলেছেন, ‘অনেক রোগা হয়ে গেছো তুমি। ’ আবার কেউ বলেছেন, ‘দীপিকা তুমি কিছু খাও না? শুকিয়ে যাচ্ছো তো!’

সঞ্জয়লীলা বানশালী পরিচালিত ‘পদ্মাবতী’ ছবির দৃশ্যধারণ নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন। এতে তার সহশিল্পী রণবীর সিং ও শহিদ কাপুর।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।