ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

এবার হবে ডিভোর্স পার্টি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
এবার হবে ডিভোর্স পার্টি সুগন্ধা গার্গ ও রঘু রাম (ছবি: সংগৃহীত)

জন্মদিনের পার্টি কিংবা বিবাহ পার্টি সম্পর্কে অনেকেই অবগত। সম্প্রতি যোগ হয়েছে ব্রেকাপ পার্টি। তবে ডিভোর্স পার্টির কথা খুব একটা শোনা যায়না। এবার ঘটতে যাচ্ছে সেটিই।

এই ঘটনার জন্ম দিতে যাচ্ছেন ‘রোডিস’খ্যাত তারকা রঘু রাম।

১০ বছর সংসারের পর ২০১৬ সালের জানুয়ারিতে বিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন রঘু রাম ও সুগন্ধা গার্গ দম্পতি।

যদি সেটি মঞ্জুর হয়ে যায় তাহলে না-কি খুব শিগগিরই ডিভোর্স পার্টির আয়োজন করবেন রঘু। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম।

সম্প্রতি একটি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে রঘু বলেন, ‘মাদ্রিদে পড়াশুনা নিয়ে ব্যস্ত রয়েছেন সুগন্ধা। ও ফিরে এলে সব আনুষ্ঠানিকতা শেষ করা হবে। এখন এর থেকে বেশি আর কিছু বলার নেই। সবকিছু ঠিকভাবে হয়ে গেলে আমি নিজে ঘোষণা দেবো। এমনকি আমি ও সুগন্ধা মিলে ডিভোর্স পার্টির আয়োজনও করবো। ’

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।