ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

স্বামী-সন্তানদের নিয়ে হাজির শ্রদ্ধা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
স্বামী-সন্তানদের নিয়ে হাজির শ্রদ্ধা! ‘হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’ ছবির পোস্টার

ভারতের আন্ডারওয়ার্ল্ডের গডফাদার দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর। এতোদিন তার ফার্স্টলুক নিয়ে কথা হয়েছে। এবার তিনিই স্বামী-সন্তানদের নিয়ে হাজির হলেন ‘হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’ ছবির পোস্টার ও ট্রেলারে।

সম্প্রতি প্রকাশিত হলো ছবির আরও একটি পোস্টার। যেখানে দেখা যাচ্ছে, স্বামী ও চার সন্তানকে নিয়ে বসে আছেন ‘আশিকি টু’খ্যাত তারকা শ্রদ্ধা কাপুর।

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘হাসিনা: দ্য কুইন অব মুম্বাই’-এ ১৭ বছর বয়স থেকে চল্লিশোর্ধ্ব হাসিনার চরিত্রে দেখা যাবে শ্রদ্ধাকে। এতে তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন অঙ্কুর ভাটিয়া। ছবিটি মুক্তি পাবে আগস্টে। ছবিতে দাউদ ইব্রাহিমের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধার আপন ভাই সিদ্ধান্ত কাপুর।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।