ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

কী বললেন সৎ মা কারিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
কী বললেন সৎ মা কারিনা! সারা আলী খান ও কারিনা কাপুর খান (ছবি: সংগৃহীত)

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এখন সাইফ আলী খানের ছেলে তৈমুরের মা। কারিনা আবার সৎ মা-ও। সাইফের প্রাক্তন স্ত্রীর সন্তান সারা আলী খান সম্পর্কে মন্তব্য করেছেন সৎ মা কারিনা। বিরুপ মন্তব্য নয়, কারিনা প্রশংসা করেছেন সারার।

‘সারা অত্যন্ত প্রতিভাময়ী’ বলে কারিনার বিশ্বাস। বলিউডে দারুণ সাফল্য পাবে ও, এমনটাই প্রত্যাশা কারিনার।

নিজের ডায়েটিশিয়ান ঋজুতা দিবাকরের বই প্রকাশ উপলক্ষে মুম্বাইয়ের একটি বইয়ের দোকানে গিয়েছিলেন করিনা। সেখানেই এসব কথা বলেন তিনি।

করিনার স্বামী সাইফ আলি খান ও তার প্রাক্তন স্ত্রী অমৃতা সিংহের মেয়ে সারা আলি খানের অভিষেক হচ্ছে বলিউডে। ছবির নাম ‘কেদারনাথ’, সারার বিপরীতে থাকছেন সুশান্ত সিং রাজপুত।  

সারা আলী খানসারাকে অভিনয় সংক্রান্ত টিপস দিতে বললে কারিনা জানান, তিনি সারার শিক্ষক নন। তবে তার বিশ্বাস, সারা নিজের প্রতিভার ছাপ রাখবেন। ও অত্যন্ত সুন্দরী। রূপ ও প্রতিভার সাহায্যে বলিউডে রীতিমত সফল নায়িকা হয়ে উঠবে সারা।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।