ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

অস্কারজয়ী মার্টিন ল্যান্ডো আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
অস্কারজয়ী মার্টিন ল্যান্ডো আর নেই মার্টিন ল্যান্ডো (ছবি: সংগৃহীত)

না ফেরার দেশে চলে গেলেন হলিউডের প্রবীণ তারকা অভিনেতা মার্টিন ল্যান্ডো। শনিবার (১৫ জুলাই) লস অ্যাঞ্জেলেসের ইউসিএলএ মেডিকেল সেন্টারে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে রোববার (১৬ জুলাই) এক বিবৃতিতে মার্টিনের মুখপাত্র জানান, মার্টিন ল্যান্ডো জটিল শারীরিক সমস্যায় ভুগে অল্প সময়ের জন্য হাসপাতালে ছিলেন। কিছুদিন আগেই তিনি তার ৮৯তম জন্মদিন পালন করেছিলেন।

হলিউডের এই অভিনেতা ১৯৯৪ সালে টিম বারটন পরিচালিত ‘এড উড’ ছবিতে অভিনয়ের জন্য অস্কার পুরস্কার ঘরে তোলেন। ‘মিশন ইম্পসিবল’ অরিজিনাল টিভি সিরিজে অভিনয়ের কারণে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। মার্টিন ল্যান্ডোর মৃত্যুতে শোকে ভাসছে হলিউড।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।