ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

এক গানের শুটিংয়ে ১২ দিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এক গানের শুটিংয়ে ১২ দিন ‘২.০’ ছবির পোস্টার

অধীর আগ্রহ নিয়ে রজনীকান্ত-অক্ষয় অভিনীত ‘২.০’ মুক্তির দিন গুনছেন ভক্তরা। শোনা যাচ্ছে, ছবির একটি গানের দৃশ্যধারণের জন্য দু’ সপ্তাহ সময় লেগেছে। এটি রীতিমত রেকর্ড।  

বিষয়টি নিশ্চিত করে ছবির অভিনেত্রী অ্যামি জ্যাকসন বলেছেন, ‘ইতিমধ্যে ছবির সম্পূর্ণ দৃশ্যধারণ শেষ। শুধু একটি গানের দৃশ্যধারণ বাকি আছে।

কেননা এটি শেষ করার জন্য ১২ দিন সময় লাগবে। তবে, অন্য কোথাও যেতে হবে না। পরিচালক শংকরের তত্ত্বাবধানে একটি ইনডোর সেট তৈরি করে সেখানেই শুটিং করা হবে গানটির। ’

ব্রিটিশ এই অভিনেত্রী আরও জানান, ‘এ আর রহমান গানটি নিয়ে কাজ করছেন। নাচে ভরপুর একটি প্রেমের গান। ’

চমকপ্রদ তথ্য হলো, এরই মাধ্যমে ‘২.০’ আমির খান অভিনীত ‘ধুম থ্রি’ ছবির ‘মালাং’ গানের রেকর্ড ভেঙে দিলো। কেননা এ গানটি তৈরি করতে সময় লেগেছিলো ১০ দিন।

আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে ‘২.০’।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।