ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

হলিউডে রিমেক হবে ‘কাবিল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
হলিউডে রিমেক হবে ‘কাবিল’ ‘কাবিল’ ছবির দৃশ্যে হৃতিক রোশন ও ইয়ামি গৌতম

চলতি বছরের শুরুতে ‘কাবিল’ ছবিতে দৃষ্টি প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করে নতুন আঙ্গিকে রূপালি পর্দায় হাজির হন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। চোখের আলো না থাকলেও কাহিনিতে ক্ষমতাধর এবং প্রভাবশালী মানুষদের বিরুদ্ধে ঠিকই প্রতিশোধ নিতে সক্ষম হন তিনি।

নতুন খবর হলো, হলিউডে রিমেক হতে যাচ্ছে ছবিটি। এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে ফক্স স্টার স্টুডিওস।

ইতোমধ্যে হৃতিক ও তার বাবা রাকেশ রোশনের সঙ্গে কথাও বলেছে প্রতিষ্ঠানটি।

‘কাবিল’-এর পরিচালক সঞ্জয় গুপ্ত বলিউড হাঙ্গামাকে জানান, ফক্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন্সের সভাপতি টমাস জেজিউস যোগাযোগ করেছেন হৃতিকের সঙ্গে। এর বেশি কিছু না জানালেও হলিউডের আগ্রহ থাকায় তিনি বেশ আনন্দিত।

এদিকে টমাসের ফোন কল পেয়ে চমকে গেছেন হৃতিক। গত সপ্তাহে রিমেকের ব্যাপারে আলোচনা করতে তারা সাক্ষাৎও করেছেন বলে জানা যায়।

ছবিটিতে হৃতিকের বিপরীতে প্রথমবার জুটি বেঁধে দর্শকদের মন কেড়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। এছাড়া খলচরিত্রে অভিনয় করেছেন দুই ভাই রনিত রয় ও রোহিত রয়।

মজার বিষয় হলো, হলিউড হার্টথ্রব টম ক্রুজ অভিনীত ও ফক্স স্টার স্টুডিওস প্রযোজিত ‘নাইট অ্যান্ড ডে’র রিমেক ‘ব্যাং ব্যাং’ ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।