ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখকে টেক্কা দিচ্ছেন শ্রদ্ধা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
শাহরুখকে টেক্কা দিচ্ছেন শ্রদ্ধা! শাহরুখ খান ও শ্রদ্ধা কাপুর (ছবি: সংগৃহীত)

১৯৯৫ সালে মুক্তি পেয়েছিলো শাহরুখ খান ও কাজল অভিনীত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে জায়গা করে নিয়েছে এই ছবিটি। আজও মুম্বাইয়ের ‘মারাঠা মন্দির’ সিনেমা হলে রমরমিয়ে সপ্তাহের প্রতিদিন চলে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। কিন্তু গত ২২ বছরের সেই ছবি হঠাৎ পাল্টে গেলো মঙ্গলবার (১৮ জুলাই)।

ওই দিনও একই রকম ভিড় ছিলো সিনেমা হলটিতে। তবে সেই ভিড় না-কি কিং খানের ছবি দেখার জন্য নয়।

সেদিন মানুষ ভিড় করেছিলেন শ্রদ্ধা কাপুরকে দেখতে। বলিউডের এই অভিনেত্রীর আসন্ন ছবি ‘হসিনা পারকার’-এর ট্রেলার লঞ্চের জন্যই ‘মারাঠা মন্দির’-এ জড়ো হয়েছিলেন সবাই। যার ফলে এদিন বাতিল করা হয় ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র প্রদর্শনী।

দাউদ ইব্রাহিমের বোন হসিনা পারকারের জীবনী নিয়ে তৈরি ‘হসিনা পারকার’-এর ট্রেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন- শ্রদ্ধা কাপুর, সিদ্ধান্ত কাপুর, অঙ্কুর ভাটিয়া এবং পরিচালক অপূর্ব লখিয়া।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।