ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

তলোয়ারের আঘাতে গুরুতর জখম কঙ্গনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
তলোয়ারের আঘাতে গুরুতর জখম কঙ্গনা কঙ্গনা রণৌত (ছবি: সংগৃহীত)

হায়দারাবাদে ‘মণিকরণিকা-দ্য কুইন অফ ঝাঁসি’ ছবির দৃশ্যধারণ করতে গিয়ে তলোয়ারের আঘাতে গুরতর জখম হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রণৌত।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ছবিতে তলোয়ার চালানোর একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে কঙ্গনার কপালে তলোয়ারের কোপ লাগে। ফলে কেটে প্রচণ্ড রক্তপাত শুরু হতে থাকায় শুটিং বন্ধ করে তাকে স্থানীয় অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‘কুইন’খ্যাত এই তারকার কপালে ১৫টি সেলাই দেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, অল্পের জন্য বেঁচে গেছেন কঙ্গনা কারণ ওই চোট তার খুলির একেবারে কাছাকাছি এসে গিয়েছিলো।

ছবির প্রযোজক কমল জৈন জানান, শুটিংয়ে বডি ডাবল ব্যবহার করতে অস্বীকার করেন কঙ্গনা। আগে বহুবার দৃশ্যটি রিহার্সাল হলেও শুটিংয়ের সময়েই ঘটে দুর্ঘটনা। নীহার পাণ্ড তার ওপর তলোয়ার দিয়ে হামলা চালান, কঙ্গনার তা এড়ানোর কথা ছিলো। কিন্তু মূহুর্তের গণ্ডগোলে নীহারের তলোয়ার বসে যায় তার কপালের দুই ভুরুর মাঝখানে গভীরভাবে কেটে গিয়েছে। তবে প্রচণ্ড রক্তপাত ও যন্ত্রণার মাঝেও কঙ্গনা সাহস হারাননি। বারবার ক্ষমা চাওয়া নীহারকে সান্ত্বনা দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।