ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

আবার অসুস্থ কপিল, ফিরে গেলেন অনিল-অর্জুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
আবার অসুস্থ কপিল, ফিরে গেলেন অনিল-অর্জুন অনিল কাপুর, অর্জুন কাপুর ও কপিল শর্মা (ছবি: সংগৃহীত)

কমেডির চেয়ে ইদানীং ট্রাজেডিই বেশি হচ্ছে কপিল শর্মার জীবনে। সুনীল গ্রোভার ছেড়ে যাওয়ার পর থেকেই শান্তি নেই কমেডিয়ানের জীবনে। প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিলো ‘দ্য কপিল শর্মা শো’।

শোনা গিয়েছিলো অনেক কাঠখড় পুড়িয়ে সোনি এন্টারটেইনমেন্ট চ্যানেলের কাছ থেকে কিছুদিন সময় নেন কপিল। তারকাদের উপস্থিতির কারণে বাড়তে শুরু করেছিল শো-এর টিআরপিও।

এর মধ্যে ঘটলো নতুন এক অঘটন। আবার শুটিং সেটে অনুপস্থিত জনপ্রিয় এই কমেডিয়ান। যার জন্য চার ঘণ্টার বেশি সময় অপেক্ষা করে ফিরে গেলেন অনিল কাপুর, অর্জুন কাপুর।

‘মুবারাকা’ ছবির প্রচারণার জন্য ‘দ্য কপিল শর্মা শো’-এর সেটে হাজির হওয়ার কথা ছিলো অনিল কাপুর, অর্জুন কাপুর, ইলিয়েনা ডি’ক্রুজ ও আথিয়া শেঠির। নির্দিষ্ট সময়েই এসে উপস্থিত হয়েছিলেন তারা। কিন্তু তখনও কপিলের দেখা মেলেনি। পরে বাধ্য হয়ে তার বাড়িতে ফোন করেন কাস্ট মেম্বাররা। জানা যায়, অসুস্থ টেলিভিশন তারকা। কিন্তু যতো তাড়াতাড়ি সম্ভব সেটে আসার চেষ্টা করছেন তিনি। এই কথাতেই তার জন্য অপেক্ষা করতে থাকেন সকলে। কিন্তু চার ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও তিনি আসেননি। শেষে বাধ্য হয়েই শুটিং বাতিল করে ফিরে যান সবাই।

এর আগেও এমন ঘটনা ঘটেছে। ‘দ্য কপিল শর্মা শো’-এর সেটে ‘জাব হ্যারি মেট সেজাল’ ছবির প্রচার করতে এসেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। কিন্তু শুটিংয়ের মাঝে জ্ঞান হারান কপিল। ফলে বাতিল করতে হয়েছিলো সে শুটিংও।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।