ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

‘আমার বাম কিডনিতে তোমার অটোগ্রাফ চাই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
‘আমার বাম কিডনিতে তোমার অটোগ্রাফ চাই’ শ্রদ্ধা কাপুর (ছবি: সংগৃহীত)

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এ সুযোগে ভক্তরাও তাদের মনের কথা প্রিয় অভিনেত্রীর সঙ্গে ভাগাভাগি করেছেন। ভক্তদের কিছু কথার উত্তরও দিয়েছেন। আবার বিস্মিত হয়েছেন তাদের আবদারে।

একটি টুইটে একজন শ্রদ্ধাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘আমার বাম কিডনিতে তোমার অটোগ্রাফ চাই। আমি তোমার অনেক বড় একজন ভক্ত।

ভক্তের টুইটের জবাব দিয়ে এ অভিনেত্রী ফিরতি টুইটে লিখেছেন, ‘ওরে বাপরে, না! দয়া করে কাগজ নিয়ে এসো। ’

রোমান্টিক ঘরানার ছবিগুলোতে বেশি দেখা গেছে শ্রদ্ধা কাপুরকে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘আশিকি টু’, ‘বাঘি’, ‘এক ভিলেন’ ও ‘রক অন টু’। তবে পরের ছবি ‘হাসিনা পার্কার’-এ একেবারে ভিন্নরূপ নিয়ে হাজির হচ্ছেন বলিউডের এই অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। এতে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের চরিত্রে অভিনয় দেখা যাবে ‘আশিকি টু’খ্যাত এই তারকাকে। যেখানে অন্যরকমভাবে নিজেকে উপস্থাপন করেছেন শ্রদ্ধা। ট্রেলারে তাকে দেখে মুগ্ধ হয়েছেন দর্শক ও ভক্তরা।

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘হাসিনা পার্কার’-এ শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন তার ভাই সিদ্ধান্ত কাপুর। ১৮ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।