ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ভুবন মাঝি’র নির্মাতার সঙ্গে অপর্ণার অভিনয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
‘ভুবন মাঝি’র নির্মাতার সঙ্গে অপর্ণার অভিনয় ‘আজ জন্মদিন তোমার’ নাটকের দৃশ্য

সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘ভুবন মাঝি’তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অপর্ণা ঘোষ। এটি তৈরি করে নির্মাতা হিসেবে আলোচনায় এসেছেন ফাখরুল আরেফিন খান। এবার একই ফ্রেমে দাঁড়ালেন নায়িকা ও পরিচালক। অপর্ণা ও ফাখরুল একসঙ্গে অভিনয় করেছেন একটি টিভি নাটকে। 

‘আজ জন্মদিন তোমার’ শিরোনামে একটি একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ ও ফাখরুল আরেফিন।  আরও আছেন শ্যামল মাওলা, মারুফ বরকত  প্রমুখ।

 

ফাখরুল বাংলানিউজকে জানান, তার আগ্রহ নির্মাণে। থ্রিলারধর্মী নাটকটিতে অভিনয় করেছেন শখের বশে। তার বিশ্বাস নাটকটি দর্শকরা উপভোগ করবেন।  

রুমানা বৈশাখীর গল্প অবলম্বনে সম্রাট ও সাইফুল ফারদিনের যৌথ পরিচালনায় ১১ আগস্ট সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে  ‘আজ জন্মদিন তোমার’ প্রচার হবে মাছরাঙ্গা টেলিভিশনে। এটি প্রযোজনা করেছে সিনেমা সিন্ডিকেট।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।