ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুধু প্রেমিকের জন্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
শুধু প্রেমিকের জন্য শ্রদ্ধা কাপুর ও ফারহান আখতার (ছবি: সংগৃহীত)

ভারতের মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের চরিত্রে দর্শক মাতাতে আসছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘হাসিনা’ নামের ছবিটি মুক্তি পাবে আগামী ১৫ সেপ্টেম্বর। সমালোচক ও দর্শকদের আগে ৩০ বছর বয়সী এই তারকা এমন একজনকে এটি দেখাতে চান যার পরামর্শ তার কাছে অনেক গুরুত্বপূর্ণ।

এই বিশেষ একজন হলেন শ্রদ্ধার ঘনিষ্ঠ বন্ধু বলিউড তারকা ফারহান আখতার। তার জন্য ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করছেন শ্রদ্ধা।

তাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে অনেকদিন ধরে।

শ্রদ্ধার একটি ঘনিষ্ঠসূত্র জানায়, ছবিটি মুক্তির আগে এতে নিজের অভিনয় কেমন হলো তা সবার আগে ফারহানকে দেখিয়ে জানতে চান শ্রদ্ধা। ওই সূত্র আরও জানায়, এখন পর্যন্ত ক্যারিয়ারের সেরা পারফর্ম্যান্স দেখিয়েছেন ‘আশিকি টু’খ্যাত এই অভিনেত্রী। এজন্যই ফারহানের মতামত জানার আগ্রহ তার।

শ্রদ্ধার আশা, একজন পরিচালক ও অভিনেতা হিসেবে ফারহানই নিরপেক্ষ ও সৎ মন্তব্য দিতে পারবেন। এজন্যই মূলত তাকে ছবিটি দেখাতে মুখিয়ে আছেন তিনি।

অপূর্ব লাখিয়া পরিচালিত ‘হাসিনা’য় শ্রদ্ধার পাশাপাশি আরও আছেন তার ভাই সিদ্ধান্ত কাপুর। দাউদ ইব্রাহিমের চরিত্রে দেখা যাবে সিদ্ধান্তকে। ছবিটি গত ১৮ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু এটি পিছিয়ে দেওয়া হয়েছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।