ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অসংলগ্ন কথা বলছেন রুবি (ভিডিও)

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
অসংলগ্ন কথা বলছেন রুবি  (ভিডিও) সালমান শাহ ও রাবেয়া সুলতানা রুবি

কিংবদন্তি নায়ক সালমান শাহকে হত্যা করা হয়েছিলো এমন বক্তব্য থেকে সরে দাঁড়ালেন রাবেয়া সুলতানা রুবি। ৯ আগস্ট সকালে নতুন এক ভিডিওবার্তায় পূর্বের বক্তব্য অস্বীকার করেছেন তিনি।

নতুন ভিডিওতে রুবি বলেছেন, তার মাথা ঠিক ছিলো না, ইমোশনাল হয়ে বলেছিলেন যে সালমানকে হত্যা করা হয়েছে, এতে সামিরা ও রুবির স্বামী জন জড়িত। আসলে তিনি এ ব্যাপারে কিছু জানেন না।

৯ আগস্টের ভিডিওবার্তায় রুবি বেশ অসংলগ্ন কথা বলেছেন। দীর্ঘ ভিডিওতে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে, সালমানের মৃত্যুর ব্যাপারে তিনি তেমন কিছু জানেন না। সেদিনের বক্তব্যকে ‘রং’ বা ‘ভুল’ হিসেবে উল্লেখ করেছেন রুবি। ভিডিওবার্তায় সালমান ইস্যুর বাইরে ব্যক্তিগত ছোটখাট অনেক বিষয় নিয়ে এসেছেন। রুবির এদিনের কথাবার্তা ঠুনকো, অযাচিত আর অযৌক্তিক বলে ধরে নেওয়া যায়।

রুবির নতুন ভিডিওবার্তা:

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।