ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়ায় অরুচি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
ঐশ্বরিয়ায় অরুচি! ঐশ্বরিয়া রাই বচ্চন (ছবি: সংগৃহীত)

সৌন্দর্যের নিরিখে আজও বলিউডের শীর্ষে তিনি। এখনও এমন কেউ আসেননি, যিনি টেক্কা দিতে পারবেন ঐশ্বরিয়া রাই বচ্চনকে। তাই বলিউডের প্রত্যেক নায়কেরই স্বপ্ন তার সঙ্গে রূপালি পর্দা ভাগাভাগি করে নেওয়া।

গত বছর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ নিজের হাঁটুর বয়সী অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করে ঝড় তুলেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা না করলেও ঐশ্বরিয়া-রণবীরের রসায়ন নিয়ে চর্চা ছিলো বেশ কিছুদিন।

ঐশ্বরিয়া রাই বচ্চন ও অক্ষয় ওবেরয়চমকপ্রদ তথ্য হলো- প্রাক্তন এই বিশ্ব সুন্দরীকে এবার প্রত্যাখান করলেন বলিউডের উঠতি এক অভিনেতা। তার নাম অক্ষয় ওবেরয়।

অভিনেতার নাম শুনেই আন্দাজ করা যায়, তিনি ঐশ্বরিয়ার প্রাক্তন প্রেমিক বিবেক ওবেরয়ের আত্মীয়। অক্ষয় সম্পর্কে বিবেকের ভাই।

রাকেশ ওমপ্রকাশ মেহরা প্রযোজিত ছবি ‘ফ্যানি খান’-এ প্রধান চরিত্রে দেখা যাবে বচ্চনবধূকে। পরিচালকের ইচ্ছা ছিলো ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে কোনও তরুণ অভিনেতাকে নেওয়ার। সেই মতোই অ্যাশের বিপরীতে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয় অক্ষয় ওবেরয়কে। কিন্তু সুন্দরীর বিপরীতে অভিনয় করার প্রস্তাব নাকচ করে দেন তিনি।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।