ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পূর্ণিমার নতুন ছবি দেখা যাবে টিভিতে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
পূর্ণিমার নতুন ছবি দেখা যাবে টিভিতে পূর্ণিমা, ছবি: বাংলানিউজ

ভক্তরা জানেন, জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা নিকট অতীতে নতুন কোনো চলচ্চিত্রে কাজ করেননি। কাজেই বড়পর্দায় তাকে পাওয়ার কথা নয়। কিন্তু ঈদুল আযহায় পূর্ণদৈর্ঘ্য একটি ছবি নিয়ে ভক্তদের সামনে আসছেন পূর্ণিমা। বড়পর্দা নয়, বোকাবাক্সে মুক্তি পাচ্ছে পূর্ণিমার ছবিটি।

ঈদুল আযহায় একটি টেলিভিশনের ঈদ আয়োজনে দেখানো হবে অর্ধযুগ আগের এক ছবি। ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত ছবিটির নাম ‘টু বি কন্টিনিউড’।

এরই নায়িকা পূর্ণিমা।  

কথা ছিলো এটি হবে গায়ক-অভিনেতা তাহসানের প্রথম ছবি। কিন্তু কিছু অংশের শুটিং হওয়ার পরপরই তিনি সরে দাঁড়ান। গল্প পাল্টে পূর্ণিমাকে নিয়ে দীর্ঘসূত্রিতার মধ্য দিয়ে ছবিটি শেষ করেন নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি। অবশেষে আলোর মুখ দেখছে এটি।

পূর্ণিমার পাশাপাশি ছবিটিতে আরও থাকছেন মিশু সাব্বির, অপর্ণা, মিতা চৌধুরী, আবুল হায়াত, সোহেল খান প্রমুখ। ‘টু বি কন্টিনিউড’ চ্যানেল আইতে দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে।  

ছবিটি নিয়ে পূর্ণিমার অসন্তোষের কথা এরই মধ্যে প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তবে এখন এর মুক্তিতে শুভকামনা জানিয়েছেন এই তারকা। বাণিজ্যিক ঘরানার ছবির সফল নায়িকা পূর্ণিমার কোনও ছবি টেলিভিশনে মুক্তি পাওয়ার ঘটনা এটিই প্রথম।  

এদিকে একই চ্যানেলে আরও পাঁচটি চলচ্চিত্র প্রথমবারের মতো দেখা যাবে। এর মধ্যে আছে ‘শেষ কথা’, ‘পরবাসিনী’, ‘কার্তুজ’, ‘অচেনা হৃদয়’ ও ‘গ্রাস’।

বাংলাদেশ সময়: ০৬৫২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।