ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুখোমুখি দীপিকা-আনুশকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
মুখোমুখি দীপিকা-আনুশকা দীপিকা পাড়ুকোন ও আনুশকা শর্মা (ছবি: সংগৃহীত)

মাফিয়া রানী স্বপ্না দিদির জীবনী নিয়ে নির্মাণাধীন একটি ছবিতে কাজ করার জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এর মাধ্যমে আবার তাকে দেখা যাবে ইরফান খানের সঙ্গে। ‘পিকু’তে এ জুটির রসায়ন নতুন ছবিটির প্রতি কৌতূহল বাড়িয়ে দিয়েছে।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আগামী ২৮ সেপ্টেম্বর গান্ধী জয়ন্তী উপলক্ষে মুক্তি পাবে দীপিকার ছবিটি। একই দিনে বক্স অফিসে এর মুখোমুখি হবে আনুশকা শর্মার ‘সুঁই ধাগা’।

যশরাজ ফিল্মস প্রযোজিত এ ছবিতে তার বিপরীতে আছেন বরুণ ধাওয়ান।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সব ঠিক থাকলে বক্স অফিসে মুখোমুখি হতে পারেন দীপিকা ও আনুশকা। কারণ গান্ধী জয়ন্তীর ছুটি মাথায় রেখেই মুক্তি দেওয়া হবে তাদের পৃথক ছবি দু’টি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।