ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন ‘গোলমাল’ ছবিতে কারিনাকে নেওয়ার ইচ্ছা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
নতুন ‘গোলমাল’ ছবিতে কারিনাকে নেওয়ার ইচ্ছা কারিনা কাপুর খান (ছবি: সংগৃহীত)

বলিউডের ব্যবসাসফল ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম ‘গোলমাল’। বর্তমানে এর চতুর্থ কিস্তি ‘গোলমাল অ্যাগেইন’-এর কাজ নিয়ে ব্যস্ত পরিচালক রোহিত শেঠি।

‘গোলমাল’ সিরিজের আগের দুটি ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তবে চতুর্থ পর্বের শুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।

এ কারণে ৩৬ বছর বয়সী এই তারকাকে কাজ করার প্রস্তাবই দেওয়া হয়নি।

‘গোলমাল অ্যাগেইন’-এ বেবো (কারিনার ডাকনাম) না থাকলেও এ সিরিজের পঞ্চম কিস্তিতে প্রধান চরিত্রে তাকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রোহিত শেঠি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ‘গোলমাল অ্যাগেইন’-এ অতিথি চরিত্রে কারিনাকে নেবেন কিনা। জবাবে ‘চেন্নাই এক্সপ্রেস’খ্যাত এই পরিচালক জানান, “অতিথি নয়, ‘গোলমাল ফাইভ’ ছবির প্রধান নায়িকা হতে প্রস্তাব দেবো কারিনাকে। ”

‘গোলমাল অ্যাগেইন’-এ অভিনয় করেছেন এ ফ্রাঞ্চাইজির নিয়মিত তারকা অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, কুনাল খেমু, তুষার কাপুর ও শ্রেয়াস তালপাড়ে। নতুনভাবে যুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী টাবু ও পরিণীতি চোপড়া।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।