ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভক্তের উপহারে আবেগাপ্লুত সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
ভক্তের উপহারে আবেগাপ্লুত সঞ্জয় দত্ত ছবি: সংগৃহীত

জেল থেকে ছাড়া পাওয়ার পর ‘ভূমি’ ছবির মধ্য দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করছেন অভিনেতা সঞ্জয় দত্ত। বর্তমানে এর কাজ নিয়েই ব্যস্ত ‘মুন্নাভাই’খ্যাত তারকা। এর মধ্যে সম্প্রতি ৫৭তম জন্মদিনে অরু কুমার নামে এক ভক্তের কাছ থেকে একটি উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

গত ২৯ জুলাই ৫৭তম জন্মদিনের কেক কেটেছেন সঞ্জয় দত্ত। সেদিন অনেকেই উপহার দিয়েছে তাকে।

তবে অরুর উপহারটিই সঞ্জু বাবার মন ছুঁয়ে গেছে আলাদাভাবে।

প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে একটি থ্রিডি ছবির ফ্রেম উপহার দিয়েছেন অরু। এতে সঞ্জয় আছেন তার বাবা প্রয়াত বলিউড অভিনেতা সুনীল দত্তর সঙ্গে। চমকপ্রদ তথ্য হলো, প্রিয় তারকার হাতে উপহারটি তুলে দিতে ইন্দোর থেকে মুম্বাই এসেছিলেন অরু।  

এদিকে ‘ভূমি’ মুক্তি পাবে আগামী ২২ সেপ্টেম্বর। ওমাঙ কুমার পরিচালিত ছবিটিতে সঞ্জয় দত্তের মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।