ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মানুষের সঙ্গে পুতুলের খেলা! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
মানুষের সঙ্গে পুতুলের খেলা!  ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ভয়ংকর এক পুতুল! বছর তিনেক আগে ‘অ্যানাবেল’ ছবিটি যারা দেখেছেন তারা জানেন সেই পুতুলের রূপ। অভিশপ্ত সেই পুতুলকে  কেন্দ্র করে তৈরি ছবিটি দর্শকের বুক কাঁপিয়ে জায়গা করে নিয়েছিলো বক্স অফিসের শীর্ষে। 

এবার তারই উৎস সন্ধানের পালা। কিভাবে তৈরি হলো পুতুলটি? কেমন করে এমন ভয়ংকর রূপ ধারণ করলো সে? এসব প্রশ্নের জবাব খুঁজতে এসেছে নতুন ছবি ‘অ্যানাবেল: ক্রিয়েশন’।

২০১৪ সালে মুক্তি পাওয়া ‘অ্যানাবেল’-এর প্রিক্যুয়াল এটি।  

‘কনজিউরিং’  ফ্র্যাঞ্চাইজির এ ছবি পরিচালনা করেছেন ডেভিড এফ স্যান্ডবার্গ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্টেফানি সিগম্যান, মিরান্ডা ওটো, অ্যান্থনি লাপাগলিয়া প্রমুখ।  

১১ আগস্ট যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ছবিটি। একই দিন থেকে বাংলাদেশের দর্শকরাও ছবিটি দেখতে পাচ্ছেন বসুন্ধরার সিটির স্টার সিনেপ্লেক্সে।  

আদরের মেয়েটির আকস্মিক মৃত্যুর ২০ বছর পরে এক পুতুল-নির্মাতা ও তার স্ত্রী তাদের বাড়িতে এক সন্ন্যাসিনী আর কিছু অনাথ বাচ্চাকে জায়গা দেন। এরপর শুরু হয় ভয়ংকর সব কাণ্ড।  এ যেন মানুষের সঙ্গে পুতুল খেলা! ঘটনার কেন্দ্রে রয়েছে অ্যানাবেল নামের পুতুলটি। পুতুলটি যিনি বানিয়েছেন সেই ভদ্রলোক ও তার পরিবারের সঙ্গে কী সাংঘাতিক ঘটনা ঘটেছিলো, তা নিয়েই এগিয়ে যায় ছবির কাহিনি।  

* ‘অ্যানাবল: ক্রিয়েশন’ ছবির ট্রেলার: 

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।