ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বর্ণের ‘দঙ্গল কেক’, দাম ২৫ লাখ রুপি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
স্বর্ণের ‘দঙ্গল কেক’, দাম ২৫ লাখ রুপি ছবি: সংগৃহীত

প্রিয় তারকার জন্য পাগলামির শেষ নেই ভক্তদের। এবার তেমনই অদ্ভূত কাণ্ড করে বসলেন বলিউড অভিনেতা আমির খানের কয়েকজন ভক্ত। প্রিয় তারকার জন্য ২৫ লাখ রুপি মূল্যের স্বর্ণের কেক পাঠিয়েছেন দুবাইয়ের ভক্তরা। এর নাম দেওয়া হয়েছে ‘দঙ্গল কেক’।

নীতেশ তিওয়ারি পারিচালিত ‘দঙ্গল’-এ অভিনয় করে ভক্তদের মন জয় করে নিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। ছবিতে কুস্তিগীত মহাবীর ফোগাতের চরিত্রে অভিনয়ের সুবাদে আমির জুটিয়েছেন অসংখ্য ভক্ত ও অনুরাগী।

শুধু ভারত নয়, তার ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে আছেন পুরো বিশ্বে।

বিশেষ এই কেকটিতে আমিরের প্রতিরূপসহ ‘দঙ্গল’ ছবির একটি দৃশ্য ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ভারতের জাতীয় পতাকা ও তার দু’পাশে রয়েছে দুটি মেডেলও। আমিরের জন্য বানানো এই কেকটির ওজন প্রায় ৫৪ কেজি। ২৪০ জন মানুষ কেকটি খেতে পারবেন। ‘দঙ্গল কেক’টি বানাতে ৪০ হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৫ লাখ রুপি খরচ পড়েছে।

চমকপ্রদ তথ্য হলো- কেকটিতে স্বর্ণ ব্যবহার করা হয়েছে। জানা গেছে, কেকটির মধ্যে যে স্বর্ণ পদকগুলো রয়েছে তা নাকি আসল সোনা দিয়ে তৈরি। ১ হাজার ২০০ কর্মী এই অভিনব কেকটি বানিয়েছেন এক মাস ধরে।    

‘দঙ্গল’ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে কয়েকটি রেকর্ড গড়েছে। দুই হাজার কোটি রুপি আয় করেছে এটি। ছবিটি নিয়ে দর্শকের উন্মাদনা যেন কমছেই না।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।