ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চিড় ধরেছে শাহরুখ-কাজলের বন্ধুত্বে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
চিড় ধরেছে শাহরুখ-কাজলের বন্ধুত্বে! শাহরুখ খান ও কাজল (ছবি: সংগৃহীত)

এক সময় বলিউড ইন্ডাস্ট্রির সেরা বন্ধু ছিলেন তারা। নিজেরাও প্রকাশ্যে বহুবার স্বীকার করেছে সে কথা। কথা হচ্ছে- শাহরুখ খান ও কাজলকে নিয়ে। কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কে চিড় ধরেছে। তা নাকি আগের আর মতো নেই। সম্প্রতি এমনটা নিজে মুখেই জানিয়েছেন কাজল।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলায় দেওয়া এক সাক্ষাৎকারে কাজল জানান, ‘আমার ও শাহরুখের ইকুয়েশন বদলে গিয়েছে। তার তিন সন্তান রয়েছে।

আমিও দুই সন্তানের মা। আমাদের দু’জনেরই বয়স বেড়েছে। মানুষ হিসেবেও বদল এসেছে। তবে তার সঙ্গে কাজ করাটা এখনও কমফর্টেবল। যে মানুষটাকে আমি এতো বছর ধরে চিনি, তার সঙ্গে অভিনয় করাটা তুলনামূলক অনেক সহজ। ফলে সমীকরণ বদলালেও, তা ভালোর জন্যই। ’’

‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘মাই নেম ইজ খান’ ও ‘দিলওয়ালে’র মতো ছবিতে একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন শাহরুখ-কাজল।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।