ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার পরিণীতির গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
আবার পরিণীতির গান পরিণীতি চোপড়া (ছবি: সংগৃহীত)

ভালো অভিনয়ই নয়, গানেও কম যান না বলিউড তারকা পরিণীতি চোপড়া। নিজের অভিনীত ‘মেরে পেয়ারি বিন্দু’ ছবির ‘মানা কে হাম ইয়ার নেহি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন কেড়েছেন তিনি। এর মাধ্যমেই গায়িকা হিসেবে অভিষেক হয় তার।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আবার রেকর্ডিং স্টুডিওতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন পরিণীতি। শিগগিরই প্রকাশিত হবে তার গাওয়া দ্বিতীয় গানটি।

২৮ বছর বয়সী এই তারকা সাংবাদিকদের বলেছেন, ‘শিগগিরই আমার নতুন গান প্রকাশের চিন্তাভাবনা আছে। এ নিয়ে কাজও করছি। আশা করছি, আমার প্রথম গানের মতো এটিও ভালো হবে। ’

এদিকে রোহিত শেঠি পরিচালিত ‘গোলমাল অ্যাগেইন’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত পরিণীতি। এ ছবিতে কোনো গান গাইবেন না বলে জানিয়েছেন তিনি। আগামী দিওয়ালিতে মুক্তি পাবে এটি।

‘গোলমাল অ্যাগেইন’-এ পরিণীতির সহশিল্পীরা হলেন অজয় দেবগণ, টাবু, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, কুনাল খেমু, জনি লিভার, নীল নীতিন মুকেশসহ প্রমুখ। এতে থাকছে নব্বই দশকের ব্যবসাসফল ছবি ‘ইশক’-এর ‘নিন্দ চুরায়ি মেরি’ গানের রিমিক্স সংস্করণ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।