ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বাবার সঙ্গে একমত নন রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
বাবার সঙ্গে একমত নন রণবীর ঋষি কাপুর ও রণবীর কাপুর (ছবি: সংগৃহীত)

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘জাগ্গা জাসুস’ মুক্তি পেয়েছে গত ১৪ জুলাই। ছবিটিতে গোয়েন্দা চরিত্রে দারুণ অভিনয়ের প্রশংসা কুড়িয়েছেন রণবীর। কিন্তু বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি ছবিটি।

এ ব্যর্থতার দায় পরিচালক অনুরাগ বসুকে দিয়েছিলেন রণবীরের বাবা ঋষি কাপুর। বর্ষীয়ান এই অভিনেতা বলেছিলেন, ‘ছবিটি মুক্তির দুই দিন আগ পর্যন্ত অনুরাগ সম্পাদনার কাজ করছিলেন।

ভাবা যায়! প্রীতম সম্ভবত এক সপ্তাহ আগে আবহসংগীত দিয়েছেন। এক্ষেত্রে কী বলবেন? আপনি কারো পরামর্শ নেবেন না। এখনকার নির্মাতারা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছেন। তারা ছবি মুক্তির আগে কাউকে দেখাননি। ভাবখানা এমন যে তারা নিউক্লিয়ার বোমা বানাচ্ছেন!’

ঋষি আরও বলেন, ‘সিনেমাটি পছন্দ অথবা অপছন্দ করিনি। আমার মনে হয়েছে, ছবিটির দৈর্ঘ্য আরও ২০ মিনিট বাড়ানো দরকার ছিলো। কিন্তু কে তাদের এই কথা বোঝাবে? একতা কাপুর একবার তাকে ছবি থেকে বের করে দিয়েছিল, এটা আমার ঠিক মনে হয়েছে। প্রযোজক রাকেশ রোশনের সঙ্গেও তার সমস্যা হয়েছিলো। তিনি এতোটাই দায়িত্বজ্ঞানহীন নির্মাতা যে ছবি শেষ করতে পারেন না। গত দুই বছরে ‘জাগ্গা জাসুস’ তিনবার মুক্তি পাওয়ার কথা ছিলো। ’

এদিকে সঞ্জয় দত্তের প্রত্যাবর্তন ছবি ‘ভূমি’র ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে হাজির ছিলেন রণবীর। এখানে তাকে ঋষির মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে ৩৪ বছর বয়সী এই তারকা বলেন, ‘আমার বাবা একটু আবেগপ্রবণ মানুষ। তাছাড়া তিনি যেসব মন্তব্য করেছেন আমি সেগুলোর সঙ্গে একমত নই। আমি ও বসু দাদা (অনুরাগ বসু) শুরু থেকেই আমাদের কাজ নিয়ে সচেতন ছিলাম। ’

‘তামাশা’খ্যাত এই তারকা আরও বলেন, ‘সবসময় সাফল্য পেতে হবে এমন কোনো কথা নেই। কেননা পরিশ্রম কখনও সুফল বয়ে আনে, কখনও তা পাওয়া যায় না। আর এটিকে আমরা ব্যর্থতা হিসেবে দেখছি না। আমি বরং শিক্ষা হিসেবে নিয়েছি ব্যাপারটাকে। ’

সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মাণাধীন একটি ছবিতে অভিনয় করছেন রণবীর কাপুর।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।