ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথম সন্তানের মা হচ্ছেন সুনিধি চৌহান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
প্রথম সন্তানের মা হচ্ছেন সুনিধি চৌহান সুনিধি চৌহান (ছবি: সংগৃহীত)

‘শিলা কি জাওয়ানি’, ‘কামালি’, ‘আজা নাচলে’, ‘হালকাট জাওয়ানি’, ‘হে সোনা’-এর মতো গান ভক্তদের উপহার দিয়েছেন সুনিধি চৌহান। এবার খুব শিগগিরই প্রথম সন্তানকে স্বাগত জানাতে জানাচ্ছেন বলিউডের জনপ্রিয় এই সংগীতশিল্পী। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানানো হয়, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ৩৪ বছর বয়সী এই গায়িকা। তবে এই গায়িকার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

২০১২ সালের এপ্রিলে সুরকার হিতেশ চৌহানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন সুনিধি চৌহান। এটি তার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০২ সালে চিত্রনাট্যকার ও পরিচালক ববি খানের সঙ্গে বিয়ে হয়েছিলো সুনিধির। তবে, ২০০৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।