ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভেঙে গেলো সিদ্ধার্থ-আলিয়ার প্রেম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
ভেঙে গেলো সিদ্ধার্থ-আলিয়ার প্রেম! সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট (ছবি: সংগৃহীত)

দীর্ঘদিন ধরেই মন দেওয়া-নেওয়া চলছে সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের। এমনকি বিভিন্ন সময় একে অপরের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন তারা। তবে জনসম্মুখে কখনও প্রেমের কথা স্বীকার করেননি কেউ। শোনা যাচ্ছে- পাট চুকে গেছে এই জুটির সম্পর্কের। সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

আলিয়ার একটি ঘনিষ্ঠসূত্র জানান, ‘পাট চুকে গেছে সিদ্ধার্থ-আলিয়ার সম্পর্কের। আগে বহুবার এমন গুঞ্জন শোনা গেলেও এবার সত্যি ভেঙে গেছে তাদের প্রেম।

ওই সূত্র আরও জানান, ‘একে অপরকে এড়িয়ে চলছেন সিদ্ধার্থ-আলিয়া। এমনকি কেউ কারও সঙ্গে কথাও পর্যন্ত বলছেন না। দূরত্ব বজায় রাখছেন তারা। সম্প্রতি সময়ে তাদের মধ্যে বহুবার কথা কাটাকাটি হয়েছে। এ কারণে তারা একসঙ্গে কাজ না করারও সিদ্ধান্ত নিয়েছেন। ’

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।