ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শাকিল খানের সঙ্গে প্রেম ছিলো ব্যাড এক্সপেরিয়েন্স: পপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
শাকিল খানের সঙ্গে প্রেম ছিলো ব্যাড এক্সপেরিয়েন্স: পপি শাকিল খান ও পপি

‘কখনো কোনো হিরোর প্রেমে পড়িনি। ফার্স্টে একবার একজনের সাথে (নায়ক শাকিল খান) প্রেম করেছিলাম। ওইটা আমার ব্যাড এক্সপেরিয়েন্স ছিলো। এটা আমার বলতে সমস্যা নেই’— কথাগুলো বলেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পপি।

এক সময়ের জনপ্রিয় নায়ক শাকিল সম্পর্কে পপির মন্তব্য, ‘শাকিল আমার জন্য সঠিক মানুষ ছিলো না। আমি যতোটুকু জানি শাকিলের অনেকগুলো প্রেম ছিলো, অনেকগুলো বিয়েও ছিলো।

তাদের সাথে সে কমফোর্টেবল ছিলো। অনেকের সাথে তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এভাবে অনেকগুলো পর্ব গেছে। ’

পপি পরিস্কার ভাষায় জানান, এসব ব্যাপার জানার পর তিনি ওই নায়কের জীবন থেকে সরে দাঁড়িয়েছিলেন। পপির মতে, প্রত্যেকের জীবনে ধাক্কা খাওয়ার প্রয়োজন রয়েছে। তাতে ভবিষ্যতে সতর্ক থাকা যায়। শাকিলের সঙ্গে তার প্রেম তেমনই একটি ধাক্কা।  

সম্প্রতি শাকিল-পপির প্রেমের কথা আবারও আলোচনায় এসেছে। পপির একটি সাক্ষাৎকার ঘিরে প্রসঙ্গটি চাঙ্গা হয়েছে। শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় ‘সেন্স অব হিউমার’ নামের একটি টিভি অনুষ্ঠানে পপি অকপটে স্বীকার করেছেন শাকিলের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা। আলোচিত এই নায়িক এও জানিয়েছেন, এসব নিয়ে এখন আর তিনি ভাবিত নন।  
 
শাকিল-পপির প্রেমের সম্পর্ক নিয়ে কানাঘুষা এক যুগের আগে থেকে চলছে। অনেকের মতে, পর্দার জনপ্রিয় এই জুটি বিয়েও করেছিলেন। একবার শাকিল খান গণমাধ্যমে সেটি স্বীকারও করেছিলেন। কিন্তু পপি সে সময় কিছু বলেননি। শেষমেষ পপিও সত্য চাপা দিয়ে রাখতে পারেননি।

* পপির সেই সাক্ষাৎকার: 

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।