ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ের কার্ডে সুচিত্রা সেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
বিয়ের কার্ডে সুচিত্রা সেন ছবি: সংগৃহীত

বিয়ের পিঁড়িতে বসছেন রিয়া সেন। খুব শিগগিরই প্রেমিক শিবম তিওয়ারির সঙ্গে সাতপাকে বাধা পড়বেন বলি-টলির এই অভিনেত্রী।

দীর্ঘদিন ধরেই শিবমের সঙ্গে প্রেম করছেন কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের কনিষ্ঠা নাতনি রিয়া সেন। কয়েকবার এক ফ্রেমে দু’জনে ধরাও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সেই সম্পর্কই এবার পরিনতি পেতে চলেছে। ইতিমধ্যে সেন বাড়িতে শুরু হয়েছে গেছে বিয়ের প্রস্তুতি।

এদিকে সাংসদ মা মুনমুন সেন তুমুল ব্যস্ততা তুলে রেখে, মেয়ের বিয়েতে প্রস্তুতি নিচ্ছেন। তার ওপর রাজবাড়ির বিয়ে বলে কথা! সুতরাং আভিজাত্য আর রুচির বহিঃপ্রকাশ তো থাকছেই। বিয়ের কার্ডের সর্বত্রই সে ছাপ স্পষ্ট।

লক্ষ্য করা যাচ্ছে যে, রিয়ার বিয়ের কার্ডে সবার উপরে ব্যবহার করা হয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের হাসিমুখের একটি স্থিরচিত্র। সম্প্রতি অর্ন্তজাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সেটি। নাতনির বিয়েতে হাসিমুখে দোয়া করছেন প্রয়াত সুচিত্রা— এই হলো কার্ডের মাজেজা।    

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
বিএসকে/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।