ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রিয়াজ-শাওন আবার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
রিয়াজ-শাওন আবার রিয়াজ ও শাওন, ছবি: বাংলানিউজ

‘কৃষ্ণপক্ষ’ ছবিতে একজন করেছেন অভিনয়, অন্যজন ছিলেন পরিচালকের আসনে। রিয়াজ ও মেহের আফরোজ শাওনের এই ছবি পেয়েছে দর্শকপ্রিয়তা। এবার দু’জনই থাকছেন দর্শকের সামনে, মুখোমুখি। সঞ্চালক হিসেবে পাওয়া যাবে রিয়াজ ও শাওনকে। অনুষ্ঠানের নাম ‘আনন্দমেলা’।

ঈদুল আযহা উপলক্ষে তৈরি হচ্ছে বিটিভির বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। সঞ্চলনায় বরাবরই চমক রাখা হয় এ অনুষ্ঠানে।

এবারও তেমনটি ঘটতে যাচ্ছে।  

চিত্রনায়ক রিয়াজের ভাষায়, ‘এটি গতানুগতিক সঞ্চালনা নয়। আমরা চেষ্টা করছি নতুনত্ব রাখার জন্য। এ কারণে গল্পে গল্পে উপস্থাপনা করবো অামরা। ’

বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদের পরিকল্পনা ও গ্রন্থণায় এবারের ঈদ আনন্দমেলা পরিচালনা করবেন মাহফুজা আক্তার। প্রচার হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।