ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফলোআপ 

পপিকে জবাব দিলেন শাকিল খান (ভিডিও)

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
পপিকে জবাব দিলেন শাকিল খান (ভিডিও) শাকিল খান ও পপি (ছবি: সংগৃহীত)

‘কখনো কোনও হিরোর প্রেমে পড়িনি। ফার্স্টে একবার একজনের সাথে (নায়ক শাকিল খান) প্রেম করেছিলাম। ওইটা আমার ব্যাড এক্সপেরিয়েন্স ছিলো। শাকিল আমার জন্য সঠিক মানুষ ছিলো না। আমি যতোটুকু জানি শাকিলের অনেকগুলো প্রেম ছিলো, অনেকগুলো বিয়েও ছিলো। অনেকের সাথে তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এভাবে অনেকগুলো পর্ব গেছে’—চিত্রনায়িকা পপির এমন বক্তব্যের জবাব দিয়েছেন চিত্রনায়ক শাকিল খান।

এক সময়ের জনপ্রিয় জুটি শাকিল খান ও পপির প্রেমের বিষয়টি আবারও সামনে এসেছে। পপির সাক্ষাৎকারের সূত্র ধরেই এমনটি ঘটেছে।

‘সেন্স অব হিউমার’ নামের টিভি অনুষ্ঠানে পপি অকপটে স্বীকার করেছেন শাকিলের সঙ্গে তার প্রেম ও ভাঙনের কথা।

এদিকে পপির বক্তব্যের প্রতিবাদ করেছেন শাকিল। স্ত্রীকে নিয়ে ফেসবুক লাইভে এসে তিনি পপির নামোল্লেখ না করে বলেছেন, ‘একটি অশিক্ষিত মানুষই এ ধরনের কথা বলতে পারে, শিক্ষিত মানুষ নয়। …অশিক্ষিত মানুষ দেশকে কিছু দিতে পারেনা, অপপ্রচারই তার প্রমাণ। ’

ভিডিওবার্তায় শাকিল ও তার স্ত্রী জানান, তারা সন্তান ও পরিবার-পরিজন নিয়ে ভালো আছেন। ভক্তদের এসব অপপ্রচারে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।  

* শাকিল খানের ভিডিওবার্তা: 

আরও পড়ুন>>> 
শাকিল খানের সঙ্গে প্রেম ছিলো ব্যাড এক্সপেরিয়েন্স: পপি

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।