ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই রিয়ার তড়িঘড়ি বিয়ে?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই রিয়ার তড়িঘড়ি বিয়ে? ছবি: সংগৃহীত

চুপিসারে দীর্ঘদিনের প্রেমিক শিবাম তেওয়ারির সঙ্গে গাঁটছড় বাঁধলেন ভারতীয় অভিনেত্রী রিয়া সেন। ভারতের পুনের একটি খামারবাড়িতে গত ১৬ আগস্ট সন্ধ্যায় বাঙালি রীতি মেনে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ইতিমধ্যে রিয়া ও শিবামের বিয়ের বেশকিছু স্থিরচিত্র ভাইরাল হয়েছে অন্তর্জাল দুনিয়ায়। এসব ছবি দেখে বোঝা যাচ্ছে, তাদের সাতপাকে বাঁধা পড়ার মুহূর্তে ছিলেন কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা।

রিয়ার মা মুনমুন সেন, বাবা ভারত দেববর্মা ও বড় বোন রাইমা সেন তাদের মধ্যে উল্লেখযোগ্য।

এতো তড়িঘড়ি ও চুপিসারে কেনো বিয়ে করলেন রিয়া? এখন অনেকেই এমন প্রশ্ন তুলছেন। শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণেই নাকি জলদি বিয়ের কাজ সেরে নিয়েছেন রিয়া। ভারতীয় গণমাধ্যমগুলো এ ধারণা করছে।

এদিকে একতা কাপুরের ওয়েব সিরিজ ‘রাগিনি এমএমএস ২.২’-এর মাধ্যমে অভিনয়ে ফিরেছেন রিয়া সেন। এতে তাকে দেখা যাবে টিভি অভিনেতা নিশান্ত মালকানির বিপরীতে।

বলিউডে রিয়া অভিনয় করেছেন বেশকিছু ছবিতে। এ তালিকায় আছে ‘স্টাইল’, ‘কায়ামত’, ‘আপনা স্বপ্না মানি মানি’, ‘ঝংকার বিটস’ প্রভৃতি। সবশেষ তাকে দেখা গেছে বাংলা ছবি ‘ডার্ক চকোলেট’-এ।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।