ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রণবীর-দীপিকার চুমু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
রণবীর-দীপিকার চুমু রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (ছবি: সংগৃহীত)

কখনও শোনা যাচ্ছিলো রণবীরের জীবনে নতুন নারী এসেছে, আবার কখনও শোনা যাচ্ছিলো দীপিকা আর সম্পর্ক টানতে চাইছেন না। এ কারণে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে পাট চুকে গেছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সম্পর্কের। তবে চমকপদ্র তথ্য হলো, সব তর্ক-বিতর্ক পেছনে ফেলে ফের ভাইরাল বলিউডের রাম-লীলার অন্তরঙ্গ মুহূর্তের ছবি।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রণবীর-দীপিকার একটি স্থিরচিত্র শেয়ার করেছেন সানা নামে এক ভক্ত। যেখানে দেখা যাচ্ছে, প্রেমিককে চুমু দিচ্ছেন দীপিকা।

কিন্তু ছবিটি বহুদিন আগের। কয়েক মাস আগে ভোট ম্যাগাজিনের একটি ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন রণবীর-দীপিকা। যার জন্য বাজিরাও-মস্তানি লুকে পোজ দিয়েছিলেন তারা। আর সে ভিডিওটির একটি স্টিল আপলোড করেছেন সানা।
 
সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘পদ্মাবতী’ ছবির দৃশ্যধারণ করছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। এতে তাদের সহশিল্পী হিসেবে আরও রয়েছেন বলিউড অভিনেতা শহিদ কাপুর।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।