ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১০০ কোটির ক্লাবে 'টয়লেট'

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
১০০ কোটির ক্লাবে 'টয়লেট' ‘টয়লেট এক প্রেম কথা’ ছবির পোস্টার

শ্রী নারায়ণ সিং পরিচালিত এবং অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর অভিনীত ‘টয়লেট এক প্রেম কথা’ মুক্তি পেয়েছে গত ১০ আগস্ট। প্রেক্ষাগৃহে আসার আগে কয়েকটি বাধার সম্মুখীন হয় এটি। তবে শুধু ঝামেলা ছাড়া মুক্তিই নয়, দর্শকের মনও জয় করেছে এই ছবি।

শুরুটা ভালো হওয়ায় বক্স অফিসে ১০০ কোটি রুপি আয়ের ঘর পেরিয়ে গেলো ‘টয়লেট এক প্রেম কথা’। এখন পর্যন্ত শুধু ভারতেই এটি ব্যবসা করেছে ১০০ কোটি ৫ লাখ রুপি।

এ যাত্রায় শত কোটির ঘরে পৌঁছাতে সময় লেগেছে মাত্র আট দিন।

বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, “সালমান খানের ‘টিউবলাইট’-এর পর এবার ১০০ কোটি রুপি ঘরে ঢুকলো অক্ষয় কুমারের ‘টয়লেট এক প্রেম কথা’। ”

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।