ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেম করবেন ঐশ্বরিয়া-মাধবন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
প্রেম করবেন ঐশ্বরিয়া-মাধবন! ঐশ্বরিয়া রাই বচ্চন ও আর মাধবন (ছবি: সংগৃহীত)

রাকেশ ওম প্রকাশ মেহরা পরিচালিত ‘ফ্যানি খান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে এবার বচ্চনবধূর ব্যস্ততা একটু বেশি। কারণ অভিনয়ের পাশাপাশি ছবির একটি গানেও কণ্ঠ দেবেন তিনি।

ছবিতে প্রাক্তন এই বিশ্ব সুন্দরীর বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। শোনা যাচ্ছে, ‘তনু ওয়েডস মনু’খ্যাত তারকা আর মাধবনের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে অ্যাশকে।

এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

প্রথমে শোনা গিয়েছিলো বলিউডের এই অভিনেত্রীর সঙ্গে রোম্যান্স করবেন অনিল কাপুর। তবে এটিকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়ে এক সংবাদ সম্মেলনে ‘নায়ক’খ্যাত এই তারকা জানিয়েছিলেন, ‘ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে আমি নেই। তবে হ্যাঁ আলাদা আলাদা চরিত্রে দেখা যাবে আমাদের। ’

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের ভাই অক্ষয় ওবেরয়কে ঐশ্বরিয়ার বিপরীতে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিলো। কিন্তু ঐশ্বরিয়া বিবেকের প্রাক্তন প্রেমিকা হওয়ায় সে প্রস্তাব ফিরিয়ে দেন অক্ষয়।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।